ইবিকে অচিরেই দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে – উপাচার্য

0
285

  খুলনাটাইমস ডেস্কঃ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) অচিরেই দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। তিনি বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌এটা আমার স্বপ্ন। ক্যাম্পাসে কোনো ধরনের দুর্নীতি থাকবে না। সকল স্তরের দুর্নীতির মূলোৎপাটন করা হবে।ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে ‌‌‌‘সাংবাদিকদের মুখোমুখি প্রশাসন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রোববার (২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।তিনি বলেন, একটি গ্রিন এবং ক্লিন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে প্রায় ১৪ হাজার বিভিন্ন গাছের চারা ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এ ছাড়া শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব দৃষ্টিনন্দন ক্যাম্পাস তৈরির লক্ষ্যে নিরলস কাজ করছি।

সরকারের জঙ্গিবাদবিরোধী কার্যক্রম সব থেকে এখানেই বেশি অনুসৃত হয়েছে মন্তব্য করে ড. আসকারী বলেন, ‌এ বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বা মৌলবাদের কোনো আলামত আজও পাওয়া যায়নি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমিয়ে আনা হয়েছে।
উপাচার্যের দাবি, গত দুই বছরের ক্যাম্পাসে এক ঘণ্টাও অবাঞ্ছিত ছুটি ঘোষণা করতে হয়নি। এটিই সব থেকে বড় সাফল্য।

রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, সহ-সভাপতি জুয়েল তনু, যুগ্ম সম্পাদক ফেরদাউসুর রহমান সোহাগ, দফতর সম্পাদক শাহাদাত তিমির প্রমুখ উপস্থিত ছিলেন।