ইফায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

0
441

তথ্য বিবরণী : মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা শনিবার দুপুরে খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, স্বাস্থ্য, শিক্ষা, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, নারী ও শিশুপাচার রোধসহ বিভিন্ন বিষয়ে ইমামরা সমাজের মানুষের সাথে কথা বলতে পারেন। বাল্যবিবাহকে প্রতিরোধ করতে হবে এবং ১৮ বছরের নিচে কোন মেয়েকে বিবাহ দেয়া যাবে না। নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য সকল মসজিদে শুক্রবারের খু’দবায় সময় সচেতনতামূলক আলোচনা করতে ইমামদের প্রতি তিনি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম সা’দ উদ্দিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কলসালটেন্ট ডাঃ মোঃ মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান। স্বাগত জানান ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ শাহবুদ্দিন। বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।