ইউসেপ স্কুলের শিক্ষার্থীদের বহনকারী চারটি বাস জব্দ : জরিমানা

0
444

নিজস্ব প্রতিবেদক:
নগরীর বৈকালী ইউসেপ স্কুলের শিক্ষার্থীদের বহনকারী চারটি বাস নানা অনিয়মের দায়ে জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গত ২১জুন (বৃহস্পতিবার) দুপুর ১টার সময় বৈকালী স্কুলের নিজস্ব ক্যাম্পাসের পাশ থেকে জব্দ করা হয়। এ সময় মটরযান আইনের ১৩৮ ও ১৫২ ধারার অপরাধে (রাজস্ব ফাঁকি দেয়া, রুপ পারমিট ও ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেস না থাকা) ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাহ জালাল পরিবহন নামের এ চারটি বাস দীর্ঘ দিন ধরে এ অনিয়মভাবে ইউসেপ স্কুলে শিক্ষার্থীদের আনা নেয়া করছে। বাস চারটি হলো ঢাকা মেট্রো-ব ১৪-২০৪০, ঢাকা মেট্রো-ব ১৪-৩২২৯, সিলেট জ ১১-০৪১৬ ও সিলেট জ ১১-০১৭৬।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস স্বর্ণা জানান, এ বাসগুলো দীর্ঘ দিন ধরে আইন অমান্য করে স্কুলের শিক্ষার্থীদের বহন করছে। এ অপরাধে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে রুট পারমিটসহ সকল বিষয়ে সমাধান করার জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছে। বাস চালকরা এ ব্যাপারে একটি মুচলেকা দিয়ে বাসগুলো নিজ হেফাজতে নিয়েছেন। অভিযানে সহযোগিতায় ছিলেন বিআরটিএ’র মটরযান পরিদর্শক জহিরউদ্দীন বাবরসহ খালিশপুর থাান পুলিশের একটি টিম। জহিরউদ্দীন বাবর জানান, ভাড়ায় নেয়া এসব বাসগুলো কোন কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন স্কুলের শিক্ষার্থীদের আনা করে আসছে। ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে যে কোন সময় ঘটতে পারতো বড় ধরণের দুর্ঘটনা। এসব বিষয় জানান পর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অভিযোগ সত্যতা পায়।