আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন বিবাহযোগ্য কন্যাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টার আশাশুনি প্রতিবন্ধী স্কুলে এ মেশিন বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে ৮ জন শিক্ষার্থীকে ৮টি সেলাই মেশিন প্রদান করা হয়।