মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) থেকে:
আশাশুনি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল হোসেন। সভায় অন্যদের মধ্যে সহকারী শিক্ষা অফিসার মুনীর আহমেদ, আব্দুর রকিব, শাহজাহান আলী, আবু সেলিম, মাছরুরা খাতুন ও ইদ্রিস আলি বক্তব্য রাখেন। সভায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, গাইড নোট ও শিক্ষা সহায়িকা নিষিদ্ধকরণ, শিক্ষার্থীদের শারিরীক, মানসিক শাস্তি না দেওয়া এবং কিছুদিন আগে লক্ষীপুর উপজেলা চেয়ারম্যান কয়েকটি স্কুল পরিদর্শন শেষে যে অনিয়ম পেয়েছেন, সেটি আশাশুনিতে যেন না হয়, যে সমস্ত শিক্ষক-কর্মচারীর সন্তান পরীক্ষায় অংশ নেবে তাদের পরীক্ষার সকল দায়িত্ব থেকে বাইরে রাখা, পাইথালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুলের উপর হামলার ঘটনার ব্যাপারে করনীয়তা ও অগ্নি নির্বাপক মহড়া, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।