আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দর ফুলেল শুভেচ্

0
404

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজলা নির্বাহী অফিসারের সাথে আশাশুনি অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দর ফুলেল শুভছা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় বীর মুক্তিযোদ্ধার গর্বীত কন্যা আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানাকে ফুলেল শুভছা জানান অনলাইন প্রসক্লাব নেতৃবৃদ। সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলেল শুভেচ্ছাকালে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা সাংবাদিকদের ধন্যবাদ জানিয় বলেন বিশ্বের কাছে বাংলাদশ এখন ডিজিটাল দেশ হিসেবে পরিচিত। যেকান সংবাদ ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে তথা আশাশুনি উপজেলার মানুষ তাৎক্ষণিক ভাবে জানতে পার। এসময় আশাশুনি অনলাইন প্রেসক্লাবের পৃষ্টপোষক হাসান ইকবাল মামুন, সভাপতি এসকে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা, জ্বলমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম নূর আলম, সহ সাংগঠনিক শেখ আরাফাত হোসেন, ক্রিড়া সম্পাদক আব্দুর রব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মোখলেছুর রহমান ময়না, প্রচার সম্পাদক গাজী ফরহাদ হাসন, সদস্য সুব্রত দাশ, সাংবাদিক বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।