মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) থেকে:
আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের মৃতঃ এজাহার আলী গাজী’র পুত্র বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার গাজী রবিবার বিকালে কিডনি ও লেবার’র সমস্যা জনিত রোগে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহে—–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মরহুমের দু’পুত্র, চার কন্যা ও এক স্ত্রী আছে। একই দিন আছর বাদ দক্ষিণ দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড-অব-অনার শেষে জানাজা নামাজের মাধ্যমে মহরুমের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিধি সমাজসেবা অফিসার মোঃ ইমদাদুল হক, এস আই দেলোয়ার হোসেন ও এ এসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স। অন্যান্যের মধ্যে ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আরব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা,বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মাওঃ ফিরোজ আহম্মেদ।