আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ২০১৮ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। গত রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। ৭২০ জন ভোটারের মধ্যে ৪৭৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ অভিভাবক সদস্য হিসাবে আব্দুস সাত্তার সানা (আম) ৩০০ ভোট, উজ্জ্বল মাহমুদ (ছাতা) ২৫৯ ভোট, মুজিবুর রহমান (মাছ) ১৯২ ভোট ও অব: সহ:শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল (ফুটবল) প্রতীক নিয়ে ১৭৪ ভোট পেয়ে সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসাবে আব্দুর রব ১২ ভোট ও আবু হাসান সমান সংখ্যক ভোট পেয়ে সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, দাতা সদস্য স্থানীয় চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাধারণ মহিলা সদস্য সালমা আক্তার, সাধারণ মহিলা শিক্ষক প্রতিনিধি শিক্ষক মোহসীনা আক্তার ও প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হামিদ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ।