মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) থেকে:
আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলায় তালা উপজেলার কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ ও আশাশুনি উপজেলার দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ পরষ্পরের মুখোমোখি হয়। হাজারও দর্শকের উপস্থিতিতে আকর্ষনীয় এই খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন আশাশুনি উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
এসময় আ’লীগ সাংগাঠনিক সম্পাদক বিমল কৃষ্ণ গাইন,সাবেক শিক্ষক আলহাজ্ব মহররম আলী মালী,রজব আলী সরদার,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হক, আলহাজ্ব ডাঃ গাওছুল হক, জগদীশ চন্দ্র সানা,আবুল কালাম আজাদ, সাবেক মেম্বর আঃ হান্নান সরদার,কাদাকাটি বালিকা বিদ্যালয়ের সভাপতি মোসলেম আলী মালী, প্রধান শিক্ষক ইকলাছুর রহমান,মেম্বর আবু হাসান বাবু,আলমগীর হোসেন আঙ্গুর, কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুল,সম্পাদক মোবাশ্বিরুল হকসহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ,সাংবাদিকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কাদাকাটি যুব মজলিসের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোমুগ্ধকর এই খেলায় নির্ধারিত সময়ের প্রথামার্ধের প্রথম দিকে ১টি গোল করে দলকে এগিয়ে রাখেন কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে ১টি গোল করে দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ সমতায় ফেরে। ফলে ১-১ সমতায় খেলা শেষ হয়। পরে টাইব্রেকারে দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ৩-২ গোলে কলাগাছি কালিমাতা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। মনোমুগ্ধকর খেলাটি পরিচালনা করেন অহেদুজ্জামান বাবলু,আসাদুল হক ও ইয়ামিন হোসেন। খেলার ধারাভাষ্যে ছিলেন ইকরামুল হক,আশরাফ হোসেন ও সবুজ আহমেদ। খেলা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে একটি ফ্রিজ ও পরাজিত দলের হাতে একটি মনিটর পুরষ্কার হিসেবে তুলে দেন।