আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ জে,বি নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার ঢালীর অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসীর পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান শিক্ষককের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য বিধান মন্ডল, অবিভাবক সদস্য মাসুদ বিশ্বাস, রমেশ চন্দ্র সরকার, অবিভাবক হাফিজুল গাজী, তরিকুল ইসলাম, বাবলু গাজী, সাবেক বিদ্যোৎসাহী সদস্য আ. রাজ্জাক গাজী, আ. আজিজ বিশ্বাস, রবিউল ইসলাম, রুহুল আমিন গাজী, স্বপন কুমার দেবনাথ প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, অবিভাবক বৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত প্রধান শিক্ষক অজয় কুমার ঢালীর অপসারণ দাবী করেন এলাকাবাসী।