আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির প্রতাপনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ডিজিটাল এটিএম কার্ড (স্কান কার্ড) ধারীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান করা হয়। উপবৃক্তির টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অগ্রণী ব্যাংক কর্মকতা আব্দুল জলিল, আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ। কল্যাণপুর এম এইচ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়াউল হক পলাশ, ইউনাইটেড একাডেমী (বহুমুখী) মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাশ প্রমুখ। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শিক্ষকমন্ডলীর উপস্থিতে ডিজিটাল যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা গ্রহন করে।