প্রতিনিধি: আশাশুনি থানার নবাগত ওসি বিপ্লব কুমার নাথের সাথে আশাশুনি রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিপ্লব কুমার নাথ সাংবাদিকদের বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, সাংবাদিক হল সমাজের দর্পণ ও জাতির বিবেক। সাংবাদিকদের লেখনীয় মাধ্যমে দেশের মানুষ সকল সত্য ঘটনা জানতে পারে। তিনি আরও বলেন, আমি আশাশুনি থানাকে জঙ্গী, নাশকতা, মাদক ও দাললমুক্ত থানা হিসাবে গড়ে তুলব। আমার কাছে আসতে কোন মাধ্যম লাগবে না। আমি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব। আশাশুনিতে যতদিন আমি ওসি হিসাবে থাকবো ততদিন থানায় কোন আসামী বাণিজ্য হবে না এবং আশাশুনির মানুষের প্রতি অযথা কোন পুলিশের হয়রানী হবে না বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আশাশুনি উপজেলায় সন্ত্রাস,নাশকতা, মাদকমুক্ত, দালালমুক্ত অভিযানের পাশাপাশি অপরাধমুক্ত করে আশাশুনি থানাকে মডেল থানায় রুপান্ত্রিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি কলারোয়া থানা থেকে আশাশুনি থানায় অফিসার ইনচার্জ হিসেবে সদ্য যোগদান করেছেন। মতবিনিময়কালে আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি আইয়ুব হোসেন রানা, সহ সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, বাহবুল হাসনাইন, সাংবাদিক মাসুম বাবুল, আজিজুর রহমান রাজ, বিএম আলাউদ্দীন, আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।