আশাশুনির কুল্যায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
434

মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) থেকে:
আশাশুনি উপজেলার কুল্যায় বøুগোল্ড কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কুল্যা বড় মসজিদ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বøুগোল্ড কর্মসূচির আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রযুক্তি হস্তান্তর (ডিএই অঙ্গ) প্রকল্পের আওতায় খরিপ-২/২০১৭-১৮ মৌসুমে বাস্তবায়িত কুল্যা সরদার পাড়া বøুগোল্ড কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান। আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আলহাজ্ব নূরুল ইসলাম, এসওপিপিও আঃ গনি, আশাশুনি রিপোটার্স ক্লাব সেক্রেটারী সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা। উপ সহকারী কৃষি কর্মকর্তা সুকদেব কুমার সাধুর পরিচালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে মুর্শিদা খাতুন ও নুর নাহার খাতুন বক্তব্য রাখেন। সবশেষে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। এরআগে অতিথিবৃন্দ ৫ মাস ব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা বিভিন্ন বুথে প্রশিক্ষন পাওয়া বিষয়ের উপর প্রাকটিক্যাল প্রদর্শনী করে দেখান।