আশাশুনির কাদাকাটি টু প্রতাপনগর সড়কটির বেহাল দশা

0
406

মইনুল ইসলাম : আশাশুনি উপজেলার কাদাকাটি (হলদেপোতা) থেকে গোয়ালডাঙ্গা হয়ে প্রতাপনগর সড়কটি খানা খন্দক সহ পিচ পাথর উঠে গিয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। প্রতাপনগর, খাজরা, আনুলিয়া, বড়দল ও কাদাকাটি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মানুষ এ রাস্তা দিয়ে সাতক্ষীরা জেলা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। এ সড়কটি দিয়ে এ্যাম্বুলেন্স, ট্রাক, থ্রী-হুইলার, নসিমন, করিমন, ইজিবাইক, মাহিন্দ্র, মটর ভ্যান, মটর সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। যখন ভারী যানবাহন চলাচল করে তখন দূর্ঘটনা লেগেই থাকে। কাজেই সড়কটিকে ব্যস্ততম সড়ক হিসাবে ধরা হয়। রাস্তাটির দু’পাশে দুদক চেয়ারম্যানের বাবার নামে প্রতিষ্ঠিত মৌলভী আ. লতিফ কলেজ, প্রতাপনগর এপিএস কলেজ, যদুয়ারডাঙ্গা বাজার, তেঁতুলিয়া বাজার, গোয়ালডাঙ্গা বাজার, তুয়ারডাঙ্গা মৎস্য সেট, কাকবাসিয়া বাজার, গদাইপুর বাজার, কাপসন্ডা বাজার, চেউটিয়া বাজার, আনুলিয়া বাজার, বিছট বাজার, প্রতাপনগর বাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মৎস্য সেট ও হাটবাজার অবস্থিত। সেখানের বাজারগুলোতে বিভিন্ন জিনিসপত্র ক্রয়-বিক্রয় হয়ে থাকে। এই এলাকার অধিকাংশ মানুষ মৎস্য ঘেরের উপর নির্ভরশীল। এই রাস্তা দিয়ে মানুষ কোটি কোটি টাকার মৎস্য চিংড়ী বিদেশে রপ্তানী করার জন্য নিয়ে যান। কাদাকাটি (হলদেপোতা) থেকে প্রতাপনগর পর্যন্ত সড়কের কাদাকাটি ইউনিয়ন পরিষদের সামনে, তেঁতুলিয়া বাজার সংলগ্ন এলাকা, ফকরাবাদ এলাকা, গদাইপুর ব্রীজ সংলগ্ন এলাকা, কাপসন্ডা বাজার সংলগ্ন এলাকা, কাকবাসিয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকা, চেচুয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা, প্রতাপনগর কালভার্ট সংলগ্ন এলাকা সহ কয়েকটি জায়গায় পিচ পাথর উঠে গিয়ে খানা খন্দকে পরিণত হওয়ায় যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কটি দ্রুত সংস্কারের মাধ্যমে ভোগান্তি থেকে পরিত্রাণ চায় ভুক্তভোগী এলাকাবাসী।