আশাশুনির কাদাকাটি ইউনিয়ন জাতীয় হিন্দু মহাজোটের কমিটি গঠন

0
312

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি, খুলনাটাইমস:
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন জাতীয় হিন্দু মহাজোটের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে যদুয়ারডাঙ্গা বাজারে অনুষ্ঠিত সভায় এ কমিটি হয়। সভায় সর্বসম্মতিক্রমে সুকান্ত কুমার রায়কে সভাপতি ও চয়ন কুমার গাইনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মেম্বার অমৃত কুমার সানার সভাপতিত্বে এসময় আশাশুনি উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি উত্তম দাশ, নির্বাহী সভাপতি কার্ত্তিক সরকার, সহ-সভাপতি বরুন কুমার মল্লিক, সম্পাদক সুজন কুমার সানা সহ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সকল পর্য়ায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিত ছিলেন।
#