আশাশুনির কাদাকাটিতে ইসলামী জলসা সোমবার

0
332

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার বাদ মাগরিব হতে ইসলামী জলসা’১৮ অনুষ্ঠিত হবে। কাদাকাটি এলাকা জমঈয়তে আহলে হাদীস সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে ও কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খানের পরিচালনায় ইসলামী জলসায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন, হাফেজ মাওঃ নূরে আলম সিদ্দীকি (বাংলাদেশ জাতীয় মুফাচ্ছির পরিষদ, খুলনা)। কাদাকাটি কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আঃ মালেকের সার্বিক ব্যবস্থাপনায় জলসায় আরও বক্তব্য রাখবেন, হাফেজ ফরহাদ খন্দকার (কলারোয়া, সাতক্ষীরা), আশাশুনি সরকারী কলেজের অধ্যাপক ও আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ আশাশুনি সাংগঠনিক উপজেলার সভাপতি মাওঃ হাবিবুল্লাহ বাহার, কচুয়া আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওঃ আহসান উল্লাহ। উক্ত ইসলামী জলসায় সকলকে দলে দলে যোগদান করার আহবান জানিয়েছেন জলসা কর্তৃপক্ষ।#