আশাশুনিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন

0
556

মইনুল ইসলাম আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে আঅন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস- ২০১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আশাশুনি আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, সিপিপি উপজেলা টীম লিডার আঃ জলিল, সহকারী টীম লিডার ফারুক হোসেন লেলিন ও সদর ইউনিয়ন টীম লিডার খুরশীদ আলম। সভায় প্রতাপনগর টীম লিডার গোলাম রসুল, বড়দল টীম লিডার আল-মামুন এবং সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবকবৃন্দ অংশ নেন।