আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজার তালায় দুর্বৃত্তরা সুপার গ্লু আঠা দিয়ে বন্ধ করে দিয়েছে। স্কুলের তালা ভেঙ্গে ক্লাস করতে হয়েছে শিক্ষার্র্থীদের। বুধবার রাতের আঁধারে কে বা কারা এ কাজটি করেছে। বৃহস্পতিবার সকালে স্কুলে এসে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিষয়টি জানতে পারেন। প্রধান শিক্ষক দুর্লভ চন্দ্র্র মন্ডল জানান, বৃৃহস্পতিবার স্কুলে এসে দেখি স্কুলের ৫টি কক্ষের তালায় সুপার গ্লু আঠা দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। বিষয়টি আমরা স্থানীয় মেম্বর রেজওয়ান সরদারকে জানালে তিনি গ্রামপুলিশ পাঠিয়ে তালা ভেঙ্গে দিলে ভেতরে প্রবেশ করে শিক্ষা কার্র্যক্রম পরিচালনা করতে হয়েছে। স্কুল বাউন্ডারি অরক্ষিত থাকায় রাতের আঁধারে কে বা কারা এ কাজ করেছি বুঝতে পারছিনা।