আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কাদাকাটিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মিত্র তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কাদাকাটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ প্রাপ্ত প্রধান শিক্ষকদের অংশ গ্রহণে মিত্র তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোর্শেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাশরুবা খাতুন। ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন বজায় রেখে লেখা পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ।
#