আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর পালিত

0
458

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে সারা দেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলিম উম্মাহর সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। গত শনিবার সকালে উপজেলার সকল ঈদ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানগণ। নামায শেষে পরম করুনাময় মহান আল্লাহর দরবারে দু’হাত তুলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ প্রার্থনা করেন। এরপর কোলাকুলীর মধ্যে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন তারা। সুষ্ট ও শান্তিপূর্ণভাবে ঈদের আনন্দে মেতে ওঠেন উপজেলাবাসী।