মইনুল ইসলাম, আশাশুনি(সাতক্ষীরা) থেকে:
যথাযথ ধর্মীয় মর্যাদায় আশাশুনির বুধহাটায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। এ উপলক্ষে গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার আয়োজনে শনিবার সকালে এক বর্ণাঢ্য জসনে জুলুসে (ধর্মীয় শোভাযাত্রা) মাদ্রাসা কমপ্লেক্স থেকে বের হয়ে বুধহাটা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে বুধহাটা বাজার বাসষ্ট্যান্ড তিন রাস্তার মোড়ে এবং মাদ্রাসা প্রাঙ্গনে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা প্রধান মুফাচ্ছির আলহাজ্ব মাওঃ আরেফুল্লাহ, মাহাদ্দিস আলহাজ্ব মাওঃ রবিউল ইসলাম, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নূরুল ইসলাম, উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবু তাহের, গুনাকারকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাফিউল্লাহ বাদশা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য সাইদুল্লাহ চৌধুরী, প্রভাষক মাওঃ আব্দুল মান্নান প্রমুখ। এছাড়া আশাশুনির বিভিন্ন ইউনিয়নে মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।