আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটিতে ১৬ দলীয় নক আউট মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাদাকাটি হিন্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কাদাকাটি উত্তরপাড়া রাখাল রাজা যুব সংঘের আয়োজনে খেলায় কাদাকাটি দক্ষিণপাড়া চয়ন স্পোর্টিং ক্লাব ফুটবল দল ও টেংরাখালী সিআর স্পোর্টিং ক্লাব ফুটবল দল পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কাদাকাটি দক্ষিণপাড়া চয়ন স্পোর্টিং ক্লাব ফুটবল দল ১-০ গোলে টেংরাখালী সিআর স্পোর্টিং ক্লাব ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন, মাশহুরুল হক সাজু, অমল রায় ও শাওন আহমেদ। খেলার ধারাভাষ্যে ছিলেন, মাছুম বিল্লাহ, শাহিন হোসেন ও আল মামুন। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। কাদাকাটি ইউনিয়ন যুবলীগ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর কুমার গাইন, সাবেক মেম্বর ইয়াকুব আলী বেগ, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, সহকারী শিক্ষক কার্ত্তিক চন্দ্র মন্ডল, মেম্বর হরেকৃষ্ণ মন্ডল, অমৃত কুমার সান, গোপাল চন্দ্র সানা, শাশ্বতী রাণী সরকার, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি আ. সুবহান, ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহমুদুল হাসান শান্ত সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কাদাকাটি রাখালরাজা যুব সংঘের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার প্রদান করে আস্থা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি।