আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এএসআই মাহবুব হাসান ও এএসআই আসলাম সিকদার অভিযান চালিয়ে উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের আঃ বারী মোল্যার পুত্র এলাকার মাদক স¤্রাট হিসাবে পরিচিত আবু সেলিম মোল্যাকে (৩৮) ৫২ পিচ ইয়াবাসহ আটক করেন। তারা পৃথক অভিযানে হাজরাখালী গ্রামের হাবিবুল্লাহর পুত্র মোতাহার আজিম ওরফে জোনাককে (৪০) ২০ গ্রাম গাঁজাসহ আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ১১(৫)১৮ রুজু করা হয়েছে।