আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে নদীর রেণু আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বুধহাটা বাজার সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জানাগেছে, দেবহাটা উপজেলার ইছামতি নদী থেকে নদীর রেণু ক্রয় করে আনা আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের দাঁদপুর গ্রামের রাজাউল্লাহ বিশ্বাসের পুত্র আমিনুর রহমানকে আশাশুনির বুধহাটা থেকে রেণুসহ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাফ্ফারা তাসনীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত রেণু বেতনা নদীতে অবমুক্ত করেন। এসময় উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতান, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।