আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু’ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত গোয়ালডাঙ্গা বাজারে আদালত পরিচালনাকালে আঙ্গুর কসমেটিক্স থেকে ২০১৫ সালে মেয়াদ উত্তীর্ণ মেহেদী জব্দ করেন। স্বত্তাধিকারী আঙ্গুর হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের ফাতেমা ফার্ম্মেসীতে স্যাম্পল (বিক্রয়যোগ্য নয়) ঔষধ পাওয়ায় ঔষধগুলো জব্দ করা হয় এবং মালিক আলী রেজাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এএসআই আসলাম খানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স আদালতের সাথে ছিলেন।