মইনুল ইসলাম, আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে ভিটামিন ‘এ, কৃমিনাশক ও মাল্টিভিটামিন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। সাবেক মন্ত্রী আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপির বিশেষ সুপারিশে মঙ্গলবার সকালে উপজেলা আইসিটি অফিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিটামিন এঞ্জেলস এর সহযোগিতায়, লিড অর্গানাইজেশন পোভার্টি ইরাডিকশন (পিইপি) এর মাধ্যমে মৌমাছি আশাশুনির বাস্তবায়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গর্ভকালীন পর্যাপ্ত ওজন বৃদ্ধির জন্য গর্ভকাল যথাযথ পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ মায়েদের উদ্বুদ্ধকরতে হবে। পূর্ণ গর্ভকাল এবং দুগ্ধদান করার সময় পুষ্টিকণা বিশেষত আয়রণ-ফলিক এ্যাসিড গ্রহণ নিশ্চিত করতে হবে। গর্ভকালে কায়িক শ্রম কমানো ও যথাযথ বিশ্রাম নিশ্চিত করার জন্য তিনি মায়েদের প্রতি আহবান জানান। সবশেষে সুফলভোগিদের নিয়ে ঔষদের ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং গর্ভবর্তী মহিলা ও দুদ্ধদানকারী মায়েদের স্বাস্থ্য বিধি সম্পর্কে তথ্য সমৃদ্ধ ধারণ প্রদান করা হয়।