আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রথমে জনতা ব্যাংক মোড় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন। প্রধান বক্তা ছিলেন, সহ-সভাপতি অধ্যাঃ সুবোধ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগ সাতক্ষীরা পৌর কমিটির আহবায়ক শামছুজ্জামান জুয়েল, উপজেলা কৃষকলীগ নেতা শ্রীদাম চন্দ্র বাছাড়, আবু হেনা মোস্তফা কামাল, সানা উল্লাহ, আবু বক্কার সিদ্দিক, সদর ইউনিয়ন সভাপতি মধুসুদন রায়, বড়দল সভাপতি সোহরাব হোসেন, কাদাকাটি সেক্রেটারী আব্দুস সোবহান, কুল্যা আহবায়ক আক্তারুল ইসলাম আক্তার প্রমূখ।