মইনুল ইসলাম, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার কাদাকাটিতে ফুটবল টুর্ণামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাদাকাটি যুব মজলিসের আয়োজনে কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাঁকা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ও সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া মডার্ণ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধের ১ টি গোল করে দলকে এগিয়ে রাখেন জোড়দিয়া মডার্ণ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধের খেলার শেষ মুহুর্তে বাঁকা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ১টি গোল করে সমতায় আসায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বাঁকা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে জোড়দিয়া মডার্ণ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন নাসিরউদ্দীন, শিমুল হোসেন ও আবুল বাশার। ধারাভাষ্যে ছিলেন, আ. সুবহান ও সবুজ আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আকর্ষনীয় এই খেলাটির শুভ উদ্বোধন করেন, কাদাকাটি ইউনিয়ন তরুণলীগের সভাপতি মিজানুর রহমান মন্টু। একই মাঠে আগামী ৩০ সেপ্টেম্বর ১৮ রবিবার বিকেলে টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় খুলনা জেলার পাইকগাছা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ও আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হবে।