আশাশুনিতে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

0
429

আশাশুনি প্রতিনিধি:
৩০লক্ষ শহীদের স্মরণে বৃক্ষ রোপন কর্মসূচী এর আওতায় সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষে আশাশুনিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রাম পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টায় আশাশুনি থানা চত্ত¡রে অনুষ্ঠিত চৌকিদার প্যারেড শেষে আনুষ্ঠানিক ভাবে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। এছাড়াও পরে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ-বনজ গাছের চারা বিতরণ সহ শিক্ষার্থীদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ। এসময় তিনি শিক্ষার্থীদের গাছের চারা রোপন ও পরিচর্যার পরামর্শ দেন। বিতরণকালে এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।