আশাশুনিতে পুলিশ ও র‌্যাবের অভিযানে ধর্ষক ও মাদক ব্যবসায়ী সহ আটক-৫

0
354

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি থানা পুলিশ ও র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে ধর্ষন মামলার আসামী এবং মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে আটক করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে রবিবার দিন ও রাতে আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই হাসানুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় আশাশুনি থানার ধর্ষন মামলা নং-০১(১০)১৮ এর আসামী খরিয়াটি গ্রামের মৃত. জামাত আলী সরদারের পুত্র আইয়ুব আলী সরদারকে গ্রেফতার করেন। এএসআই মাহাবুব হাসান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৩১/১৮ (ওয়ারেন্ট) এর আসামী বসুখালী গ্রামের ইবাদুল গাজীর পুত্র রবিউল ইসলামকে ও একই গ্রামের জিআর-১০০/১৪ ও জিআর-৯৩/১৪(ওয়ারেন্ট) এর আসামী মৃত. হাকিম গাজীর পুত্র সিরাজুল গাজী ওরফে ডিম সিরাজুলকে গ্রেফতার করেন। অপরদিকে, র‌্যাব-৬ কর্তৃক ২০০ গ্রাম গাঁজা সহ ফকরাবাদ গ্রামের সাইদ সরদারের পুত্র দেলোয়ার হোসেন এবং দক্ষিণ চাপড়া গ্রামের সামছুর রহমানের পুত্র মমিনুল ইসলামকে গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করলে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-২২(০৯)১৮ রুজু করা হয়। পরবর্তীতে সোমবার সকালে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।