আশাশুনিতে পারিশামারি মাল্টিফেরিয়াস কেয়ার ফাউন্ডেশনের উদ্বোধন

0
332

মইনুল ইসলাম, আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি :
“হাতে রেখে হাত যেতে চাই বহু পথ” এই স্লোগান কে সামনে রেখে আশাশুনিতে বাংলাদেশ মাল্টিফেরিয়াস কেয়ার ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনির পারিশামারী পি এন এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মত বিনিময় সভা ও সচেতনতা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপন কুমার গাইনের সভাপতিত্বে ও ডাঃ মিনাক কুমার বিশ^াসের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি প্রদীপ কুমার মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অখিল কৃষ্ণ বাছাড়, বাংলাদেশ মাল্টিফেরিয়াস কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কৌশিক রায়, প্রধান শিক্ষক শীব পদ মন্ডল, বিমল কৃষ্ণ সানা, ইউপি সদস্য রামপদ সানা, ডাঃ কৃষ্ণ পদ রায় প্রমূখ।