আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কাদাকাটিতে দূর্গাপূজা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কাদাকাটির হোলদেপোতা নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগীতায় কুলপোতা জয়মাকালি নৌকাবাইচ দল, ষষ্টগ্রাম নৌকাবাইচ দল, চরগ্রাম নৌকাবাইচ দল, সোনাবাদাল নৌকাবাইচ দল ও কুলপোতা প্রসাদ নৌকাবাইচ দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চরগ্রাম নৌকাবাইচ দল ১ম স্থান, কুলপোতা জয়মাকালি নৌকাবাইচ দল ২য় স্থান ও কুলপোতা প্রসাদ নৌকাবাইচ দল ৩য় স্থান লাভ করে। নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এদেশে হিন্দু, মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ মিলে মিশে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বাঙ্গালীর এই অসাম্প্রদায়িক চেতনায় যেন কোন অপশক্তি আঘাত করতে না পারে তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সহকারী শিক্ষক রসময় মন্ডলের পরিচালনায় এসময় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা সেলিম, আওয়ামীলীগ নেতা শেখ আক্তারুজ্জামান, আলমগীর হোসেন আঙ্গুর প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার দর্শক নৌকাবাইচ প্রতিযোগীতা উপভোগ করেন।