আশাশুনিতে খানা তথ্য ভান্ডার শুমারির তিন দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

0
696

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কাদাকাটিতে খানা তথ্য ভান্ডার শুমারির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয় হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। সকল খানার আত্ম-সামাজিক তথ্য সংগ্রহের লক্ষ্যে কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়ন নিয়ে গঠিত ৫ নম্বর জোনের ৪৬ জন তথ্য সংগ্রহকারীদেরকে নিয়ে গঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেম আলী মালী। ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের ৫ নম্বর জোনের জোনাল অফিসার ব্রজেন সরকারের পরিচালনায় এসময় কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একরামুল ইসলাম, সহকারী শিক্ষক রফিকুল হক, তপন কুমার বিশ্বাস, মিজানুর রহমান, ইব্রাহিম খলিল, কোহিনুর আলম, ফতেমা-তুজ-জোহরা, কাদাকাটি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দেবদাস সানা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ২৭ সেপ্টেম্বর থেকে ১৬ আক্টোবর পর্যন্ত প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খানা তথ্য ভান্ডার শুমারির তথ্য সংগ্রহ করার সময় জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ দেখিয়ে তথ্য সংগ্রহকারীদেরকে নিজ খানার নির্ভূল তথ্য দিতে এবং তথ্য প্রদানে অন্যকেও উৎসাহিত করার আহবান জানান অতিথিবৃন্দ।