আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে সারা দেশের ন্যায় বাংলাদেশ কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা কৃষকলীগের নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে আশাশুনি উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সাংবাদিক এম এম সাহেব আলীর পরিচালনায় এসময় সাতক্ষীরা জেলা কৃষকলীগের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিলাল সরকার, উপজেলা শিক্ষা ও কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক আঃ আলিম, কৃষকলীগ নেতা কল্যাণী সরকার, শোভনালী ইউনিয়ন সভাপতি সানাউল¬াহ সামী প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।