আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি, খুলনাটাইমস:
আশাশুনিতে এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃংখল ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সকালে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষার দিন আধা ঘন্টা পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিতি, কেন্দ্রে সচিব ব্যতীত সকলের মোবাইল ফোন নিষিদ্ধ হওয়া ও কেন্দ্র সচিব এন্ড্রয়েট ফোন ব্যবহার নিষিদ্ধ হওয়াসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।