আশাশুনিতে ইয়াবাসহ একজন আটক

0
299

আশাশুনি থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৭ পিচ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এসআই প্রদীপ কুমার সানা, এএসআই আনিসুর রহমান, এএসআই কবির হোসেন এবং ফোর্স এর সহায়তায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেতুঁলিয়া বাজারের জনৈক আল-আমিন ইসলাম এর ইলেকট্রিক দোকানের সামনে থেকে ৫৭ পিচ ইয়াবা সহ খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মৃত খায়রুল গাজীর পুত্র হাসান গাজী (২৫) কে হাতেনাতে গ্রেফতার করেন। পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানার মামলা নং-১৩(০৯)১৮ রুজু করে সোমবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রতিনিধি