আশাশুনিতে আস্থা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

0
1026

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে আস্থা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সামাজিক বনায়ন প্রকল্প-১ এর বৃক্ষ রোপন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে আশাশুনি কাদাকাটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা সমবায় অফিসার মোঃ হান্নান মাহমুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার আনছারুল আযাদ, ফরেষ্ট অফিসার আবুল হাসেম, সমবায় অডিট অফিসার সন্যাসী মন্ডল, কপোতক্ষ কৃষি ও বনায়ন সমবায় সমিতির সভাপতি মোঃ আওছাফুর রহমান, আস্থা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উপদেষ্টা মোঃ রজব আলী, সহ সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক আমুল হোসাইন, অর্থ সম্পাদক তুহিন বাবু, ম্যানেজার সত্যরঞ্জন সরকার, সামাজিক বনায়ন প্রকল্প-১ এর সহ সভাপতি ইয়াছির আরাফাত সোহাগ, জাবারুল ইসলাম, ডাঃ মাহমুদুল হাসান শান্ত, সমাজ সেবক আব্দুস সোবহান আলী প্রমুখ। এসময় হোলদেপোতা আহলে হাদীস জামে মসজিদের সামনে থেকে খালের ভেড়ীর দু’ধার দিয়ে প্রায় ২শতাধিক বিভিন্ন প্রকার ঔষধি ও ফলদি গাছের চারা রোপন করা হয়।