আশাশুনিতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

0
379

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ্আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, এস এম রফিকুল ইসলাম, প্রভাষক ম মোনায়েম হোসেন, দিপংকর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিউর রহমান, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, সমবায় অফিসার জি এম আনছারুল আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, আশরাফুন্নাহার নার্গিস, প্রভাষক মিজানুর রহমান, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, বুদ্ধদেব সরকার, পারভিন সুলতানা লিপি প্রমুখ উপস্থিত ছিলেন।