আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, এস এম রফিকুল ইসলাম, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, প্রভাষক ম মোনায়েম হোসেন, দীপংকর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, এসআই প্রদীপ কুমার সানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, আশাশুনিতে সাপ্লাই পানি সমস্যা, আমে কেমিক্যাল মিশ্রন প্রতিরোধ, খরিয়াটি ও বুধহাটায় শ্মশানঘাট অবৈধ দখলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।