আ’লীগ নেতা জামালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দাকোপ উপজেলা যুবলীগের নিন্দা

0
357

নিজস্ব প্রতিবেদক :
খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল গত শুক্রবার (২৯ জুন) রাত আনুমানিক ৮টার দিকে দিঘলিয়া নগরঘাট-ফেরিঘাটে সন্ত্রাসী হামলায় স্বীকার হয়। এসময় জামালসহ আরও ৫জন নেতাকর্মী সন্ত্রাসীদের রামদা ও দেশী অস্ত্র দ্বারা আহত হয়।
এ হামলার প্রতিবাদে দাকোপ উপজেলা আওয়ামী যুবলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি দাতারা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, আওয়ামী যুবলীগ নেতা আফজাল হোসেন খান, নিতাই বাছাড়, অসিত সাহা, আবদুল কুদ্দুস গাজী, ধ্রæবপদ সরকার, স্বপন সরকার, দেবব্রত সরকার, পরিতোষ বিশ্বাস, আসলাম শেখ, তেজস মন্ডল, বিপ্লব বিশ্বাস, বিলাশ কান্তি বিশ্বাস, মিন্টু সাহা, শশাঙ্ক মজুমদার, তপক মন্ডল (তপু), সুমন খান, প্রীতিলতা রায়, সেলিম রেজা, রনজিৎ বিশ্বাস, মহিউদ্দিন খান, তন্ময় সরকার, সুকুমার গোলদার, মাখন লাল চক্রবর্তী, লক্ষণ রায়, ত্রিদ্বীপ রায়, আঃূ আজিজ সরদার, তুষার দাস, গৌরপদ রায়, রমেন্দ্রনাথ রায়, মনিরুল ইসলাম, দেবদাস গাইন, ইয়াসিন আরাফাত, মনিরুজ্জামান শিকদার, অগ্রদূত রায়, সুভেন রায়, অমূল্য কুমার বাছাড়, দিপংকার বৈদ্য, রেজাউল ঢালী, সবুজ কান্তি বিশ্বাস, অসিত রায়, স্বপন কুমার বৈদ্য, পিনাকী গোলদার, বিকাশ চন্দ্র মন্ডল, ফিরোজ খান, দেবব্রত রায়, সরোয়ার গাজী, তুহিন বিশ্বাস, শহীদ শেখ, মহিরুল শেখসহ আরও অনেকে।