আ’লীগ নেতা এসএমএ রবের ২১ তম শাহাদৎ বার্ষিক বুধবার, কর্মসূচি গ্রহণ

0
164
আ’লীগ নেতা এসএমএ রবের ২১ তম শাহাদৎ বার্ষিক বুধবার, কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা এসএমএ রবের ২১ তম শাহাদৎ বার্ষিকী বুধবার। এসএমএ রব বিগত ২০০০ সালের ১১ আগস্ট জুম্মার নামাজ আদায় করতে নিজ বাস ভবন থেকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার মসজিদে যাওয়ার পথে সস্ত্রাসীদের গুলিতে শাহাদাৎ বরণ করেন। মৃত্যুর সময় এসএমএ রব আওয়ামী লীগ মনোনীত খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন। এছাড়া তিনি খুলনা চেম্বার অব কমার্সের একাধিকবার সভাপতি ও দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
এদিকে এসএমএ রবের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ,এসএমএ রব স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও তার পরিবারের পক্ষ্য থেকে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগ : খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১ টায় মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জালি অর্পণসহ দোয়ার আয়োজন করা হয়েছে।
রব স্মৃতি পরিষদ : শহীদ এসএমএ রব স্মৃতি পরিষদের উদ্যোগে কোরআন খতম, বেলা ১১ টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ,বাদ যোহর বায়তুন নূর জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহাফিল শেষে নিউ মার্কেট সংলগ্ন রব স্মৃতি চত্বরে গরীবদের মাঝে খাবার বিতরণ করা হবে। অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বৃহত্তর চট্্রগ্রাম জনকল্যান সমিতি,এসএমএ রব শপিং কমপ্লেক্স,আরাফাত গ্রæপ অব ইন্ড্রাষ্ট্রি লিঃ এর পক্ষ্য থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।