বিশেষ প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র নির্বাচনী ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে মিট দ্য প্রেস’র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এগুলোর উদ্বোধন করা হয়।
এসময় জানানো হয়, মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নির্বাচনসংক্রান্ত সব তথ্য সার্বক্ষনিকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হবে। যাতে সকলে খুব সহজে নির্বাচনসংশ্লিষ্ট তথ্য পেতে পারেন। এছাড়া মাঠকর্মীরা ৩১টি ওয়ার্ডে ঘুরে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে মেয়র প্রার্থীর কাছে তুলে ধরবেন। যাতে মেয়র প্রার্থী খুব সহজেই ওই এলাকার সমস্যা সম্পর্কে অবহিত হন এবং ব্যবস্থা নিতে পারেন।
মিট দ্য প্রেস এ আরও উপস্থিত ছিলেন মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, এ্যাড. ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান জবা, মফিদুল ইসলাম টুটুল, অধ্যাপক মিজানুর রহমান, শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন, আবুল কাশেম মোল্লা, অসিত বরণ বিশ্বাস, কামরুজ্জামান জামাল, এ্যাড. সাইফুল ইসলাম, সফিকুর রহমান পলাশ, দেব দুলাল বাড়ই বাপ্পী, শেখ শাহাজালাল হোসেন সুজন, শ্রীমন্ত অধিকারী রাহুল, মেহেদী হাসান মোড়ল, তাসলিম মার্শাল, মেহেদী হাসান রাসেল, রেদওয়ান মারুফ প্রমুখ।