আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গ্রেনেড হামলা চালিয়ে ছিলো। তারেক রহমানের নেতৃত্বে হারিস চৌধুরী, বাবর, পিন্টু, ডিজিএফআই, এনএসআই ও পুলিশকে নিয়ে মহাপরিকল্পনা করে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিলো। তাদের উদ্দেশ্য ছিলো শেখ হাসিনাকে হত্যা করে স্বাধীনতার পক্ষের শক্তিকে চিরতরে স্তব্দ করা। নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি জামায়াত শুধু শেখ হাসিনাকেই হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করে নাই, তারা বাংলাদেশের প্রশাসন কাঠামোকে বিশ্বে বির্তকিত করে দেশের সম্মান ক্ষুন্ন করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত জামায়াত বিএনপি জোট সরকারের সকল কুশিলবদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য সরকার সহ বিচার বিভাগের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, রফিকুর রহমান রিপন, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা, আবুল কাশেম মোল্লা, রনজিত কুমার ঘোষ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, মাহাবুবুল আলম বাবলু, মঈনুল ইসলাম নাসির, ফেরদৌস হোসেন লাবু, নাজমুল আহমেদ স্বপন, আব্দুল হাই পলাশ, শেখ মো. ফারুক হোসেন, গাজী মোশাররফ হোসেন, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, আতাউর রহমান শিকদার রাজু, ফয়েজুল ইসলাম টিটো, গোপাল চন্দ্র সাহা, মহাসিনুর রহমান আফরোজ, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, শেখ এশারুল হক, সাহেবুর রহমান পিটু মোল্লা, সমীর কৃষ্ণ হীরা, এস এম শামছুদ্দিন আহেমদ শ্যাম, দিলীপ রায় খোকন, এমরানুল হক বাবু, সত্যপ্রিয় সোম বলাই, জিয়াউর রহমান, এ্যাড. জহিরুল ইসলাম পলাশ, হারুন মানু, মো. রিয়াজ হোসেন, লিখন খান, মোস্তাফিজুর রহমান সুইট, মনিরুল ইসলাম সোহাগ, নূরীনা রহমান বিউটি, রোকেয়া রহমান, সুপ্তি হাসান, ফেরদৌসী আলম রিতা, শবনম মোস্তারি বকুল, রনবীর বাড়ৈই সজল, মাহমুদুর রহমান রাজেসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি