আমেরিকায় ইতিহাস গড়লো টাইগাররা

0
311

স্পোর্টস ডেস্ক:
ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে ইতিহাস গড়লো বাংলাদেশ। এর আগে এই মাঠে ক্যারিবীয়দের হারাতে পারেনি কেউই। ভারত-নিউজিল্যান্ডের মতো দলগুলোও তুলো ধুনো হয়েছিল এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে।

সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে এর আগে চারটি ট-টোয়েন্টি ম্যাচ খেলে চারটিতেই জয় পায় ক্যারিবীয়রা। আর আজ রোববার এই মাঠে অভিষেকেই কিনা চমক দেখালো বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেন্ট কিটসে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচ হেরে যায় সফরকারী বাংলাদেশ।

ক্যারিবীয় দ্বীপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেট জাগাতে বাকি দুই ম্যাচের ভেন্যু ফ্লোরিডা।

সন্ধ্যায় টস জিতে ক্যারিবীয় দলনেতা কার্লোস ব্রেথওয়েট সিদ্ধান্ত নেয় আগে ফিল্ডিংয়ের। ইনিংসের দ্বিতীয় ওভারে ১ রানে লিটন দাসের উইকেট, দুই নম্বরে ব্যাট করতে আসা মুশফিকের ৪ রানে বিদায়ের পর সৌম্য সরকারের ১৪। তামিম এতক্ষণ শুধু আসা যাওয়ার মিছিল দেখছিলেন। এরপর উইকেটে আসেন টাইগার দলনেতা সাকিব আল হাসান।

এই যে শুরু, দুইজনের জুটি থামে ৯০ রানে। ৪৪ বলে ৭৪ রান করে ফেরেন তামিম। লড়াইটা চালিয়ে যান সাকিব। ৩৮ বলে খেলেন ৬০ রানের ইনিংস। শেষদিকে মাহমুদুল্লাহ রিয়াদের ১০ বলে ১৩ রান। ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭১ রান।

ক্যারিবীয়দের হয়ে ২ উইকেট করে নেন এশলে নার্স আর কেমো পল।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মুস্তাফিজের ধাক্কা লাগে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। নিজের প্রথম ওভার করতে এসে টানা তিন ওয়াইড বল দেয়ার পর তুলে নেন এভিন লুইসকে। এরপরই শুরু জয়ের মালা গাঁথা। একের পর এক উইকেট পড়তে লাগলেও ওপেনার আন্দ্রে ফ্লেচার আর রোবম্যান পাওয়ায়েল মিলে জিতিয়েই দিচ্ছিলো ক্যারিবীয়দের। ৫৮ রানের জুটি ভাঙ্গেন নাজমুল ইসলাম অপু।

আন্দ্রে ফ্লেচারের ৪৩ রানে বিদায়ের পর পাওয়েলও কাটা পড়েন ৪৩ রানেই।

এরপর শুধু টপাটপ উইকেট যাওয়া আসা। ২০ ওভারে টেনেটুনে ১৫৯ রান ৯ উইকেটে। ১২ রানে ম্যাচ জিতে সিরিজে ১-১-এ সমতা পেল টাইগাররা।।

টাইগারদের হয়ে ৩ উইকেট করে নেন অপু আর মুস্তাফিজ। সাকিব নেন দুটি, রুবেল হোসেন পান এক উইকেট।

ম্যাচ সেরার পুরষ্কার উঠে ৭৪ রান করা তামিম ইকবালের হাতে।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার।