আমাকে অভিসংশন করা হলে মার্কিন অর্থনীতিতে ধস নামবে – ডোনাল্ড ট্রাম্প

0
417

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্ট বা অভিসংশিত হতে পারেন বলে অনেকেই আশঙ্কা করছেন। বিশেষ করে সাম্প্রতিক নারী কেলেঙ্কারির খবর প্রকাশ ও মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তা অনেকাংশেই বেড়েছে। অবশ্য ট্রাম্পের দাবি তাকে অভিসংশন করা হলে মার্কিন অর্থনীতিতে ধস নামবে।

সাবেক আইনজীবী মাইকেল কোহেন সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার নিজের দোষ স্বীকার করেছেন আদালতে। এতে সবচেয়ে বেশি বিপত্তিতে পড়েছেন ট্রাম্প।অভিসংশনে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বৃহস্পতিবার ‘ফক্স এন্ড ফ্রেইন্ডস’ টিভি প্রোগ্রামে এক সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আমাকে অভিসংশন করা হলে বাজারে ধস নামবে এবং প্রত্যেকেই অনেক গরিব হয়ে যাব।’নিজের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন, এত ভালো কাজ করা একজনকে আপনারা কেমন করে অভিসংশন করতে পারেন তা আমি জানি না।