আফিলগেট বেপরোয়া মোটরবাইক বাঁচাতে মাহেন্দ্রা উল্টে আহত-৩

0
365

নগরীর আফিলগেটে বেপরোয়া মটরসাইকেলকে বাঁচাতে গিয়ে মাহেন্দ্রা উল্টে তিন যাত্রী গুরুতর আহত। প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় খুলনা যশোর মহাসড়কে আফিলগেট পেট্ট্রোল পাম্পের সামনে দ্রুতগামী বেপরোয়া মটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ফুলতলাগামী মাহেন্দ্র(খুলনা মেট্ট্রো থ-১১-১১-৩৩) তিন পল্টি খেয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।

এ সময় মাহেন্দ্রের ৩ যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলো নড়াইলের চালিতাতলা কালিয়ার শাহজাহান গাজীর পুত্র রব্বানী গাজী (৪২). ফুলতলার ঢাউকনার রবিউল মোল্যার স্ত্রী আম্বিয়া(৩৫) এবং মাহেন্দ্র ড্রাইভার। খানজাহান আলী থানার টহল পুলিশ এ এস আই অরুপ কুমার আহতদেরকে উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করেন। ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি