ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি : খুলনার খানজাহান আলী থানাধীন আফিলগেটে সরকারি জমিতে কতিপয় ব্যক্তি বোরিং করে স্যালো মেশিন বসিয়ে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে ভূ-গর্ভ হতে পানি উত্তোলন করে রমরমা পানির ব্যবসা করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। খুলনা যশোর মহাসড়কের আফিলগেট পুলিশ চেক পোষ্টের মাত্র ৩০/৪০ গজের মধ্যে মহাসড়কের উপর দাড়িয়ে রাস্তা জুড়ে মাছের ট্রাকসহ বিভিন্ন যানবাহনে পানি বিক্রি করা হলেও প্রশাসন নিরব।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাগেছে, খুলনা যশোর মহাসড়কের আফিলগেট পুলিশ চেক পোষ্টের মাত্র ৩০/৪০ গজের মধ্যে সরকারি জায়গায় সম্পুন্ন অবৈধ ভাবে বোরিং করে ভূ-গর্ভ থেকে স্যালো মেশিনে সাহায্যে পানি উত্তোলন করে বিভিন্ন মাছের গাড়িতে সাপ্লাই দিয়ে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এলাকাবাসী জানান প্রভাবশালী একটি মহলের সহযোগিতায় মশিয়ালীর ইসমাইল(৫০), নওশেরের পুত্র রহিম(৩০), মাত্তমডাঙ্গার এজেলের পুত্র জাহাঙ্গীর(৩৫), গিলাতলার মিঠু এবং নজরুল(২৮) খুলনা যশোর মহাসড়কের পশ্চিমপাশে রোর্ডস এন্ড হাই ওয়ের সরকারি জায়গায় পাশাপাশি ৫টি টোংঘর করে ভূ-গর্ভ থেকে অবৈধ ভাবে পানি তুলে সাতক্ষিরা, বাঘেরহাট, যশোর, রুপসা সহ বিভিন্ন অঞ্চলে যাওয়া মাছের পোনা বহনকারী ছোট বড় ট্রাক ও পিকআপ, ইঞ্জিল চালিত ভ্রানসহ বিভিন্ন যানবাহন ড্রাম প্রতি ২০ টাকা এবং হাড়ি প্রতি ১৫ টাকা করে পানি বিক্রি করা হচ্ছে। প্রতিদিন এক এক জন প্রায় ২/৩ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে। পাশর্^বতি দোকানি ইব্রাহিম জানান মজার বিষয় আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সামনে মহাসড়কের উপর দাড়ীয়ে রাস্তা দখল করে এভাবে অবৈধ পানির ব্যবসা করছে। স্থানীয়রা জানান প্রশাসনকে ম্যানেজ করে দির্ঘদিন যাবত চক্রটি এই ব্যবসা চালিয়ে আসছে।
এ ব্যাপারে গাড়ীতে পানি সাপ্লাই দেওয়া জনৈক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তি এসে টাকা নিয়ে যায়। তাদের টাকা দিয়ে ম্যানেজ করে ব্যবসা করতে হচ্ছে।