আনন্দ শোভাযাত্রায় খুলনা প্রেস ক্লাবের অংশগ্রহণ

0
342

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার”এ অন্তর্ভুিক্তর মাধ্যমে ‘‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’’ স্বীকৃতি লাভ করায় সারা দেশের ন্যায় খুলনাতেও আজ ২৫ নভেম্বর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় নগরীর শিববাড়ী মোড় হতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।


আনন্দ শোভাযাত্রায় খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও এস এম নজরুল ইসলাম, ক্লাব সদস্য মোজাম্মেল হক হাওলাদার ও মো. হেদায়েৎ হোসেন মোল্লা, ক্লাবের ইউজার সদস্য তিতাস চক্রবর্ত্তী, খূলনা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল, তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, খুলনা মহানগর আওয়ামী লীগের নেত্রী এ্যাডঃ অলোকা নন্দা দাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন, সাবেক কাউন্সিলর হালিমা ইসলাম, উন্নয়ন সংগঠক এ্যাডঃ সাহানা পারভীন প্রমুখ।
আনন্দ শোভা যাত্রার আগে ক্লাবের নেতৃবৃন্দ শিববাড়ী মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি