সংবাদ বিজ্ঞপ্তি : মহানগরী খুলনার জোড়াগেট আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে বই উৎসব। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে মেতে ওঠে। সোমবার ১জানুয়ারি খুলনা সদর থানা শিক্ষা অফিসের সহযোগিতায় এবং আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো: ওয়ালিউল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্র নাথ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানল মেয়র-১ আনিছুর রহমান বিশ্বাষ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মোদাচ্ছের হোসেন,খুলনা সদর থানা শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম ও থানা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর শিমু রাজিয়া লায়লা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি সোহরাব হোসেন।
এসময় আরও ছিলেন থানা সহকারী শিক্ষা কর্মকর্তা মৌসুমী আক্তার,পিডবিøউডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লিয়াকত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এলিজা পারভীন,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এস এম মফিজুর রহমান, অভিভাবক কমিটির সভাপতি এম মোখলেছুর রহমান প্রমুখ।