আত্মসমর্পণ করে জামিন পেলেন খালেদা

0
373

টাইমসডেস্ক :
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চেরিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে আদালতে আত্মসমর্পণ করে খালেদা জিয়া জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন মঞ্জুর করে আদেশ দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান।

পাশাপাশি তাকে আত্মপক্ষ সমর্থন করে আজকের মধ্যে বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। বেলা সোয়া এগারটায় রাজধানীর বকশিবাজারের বিশেষ জজ আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৩০ নভেম্বর আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিশেষ জজ আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুটিতে গত ১৯ অক্টোবর, দুই লাখ টাকা মুচলেকায়, শর্তসাপেক্ষে খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে আদালত। অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ ও ২০১০ সালে, মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।